মানিক মিয়া এভিনিউতে চলছে ‘সার্বজনীন কনসার্ট’

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ সর্বজনীন কনসার্ট’ চলছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কনসার্ট শুরু হয়। এতে দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নিয়েছেন।

কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করে দর্শক-শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারও মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কনসার্ট নিয়ে।

আয়োজকরা জানিয়েছেন, জেমসসহ দেশের খ্যাতিমান শিল্পীরা ‘সার্বজনীন কনসার্টে’ তাদের গান পরিবেশন করবেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে থাকবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড দলও শ্রোতাদের মন মাতাবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh