সব
স্বদেশ বিদেশ ডট কম
টি-টোয়েন্টি ও ওডিআই থেকে অনেক দিন আগেই বাদ পড়েছেন অশ্বিন। শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে। আর শেষ ওডিআই খেলেন গত বিশ্বকাপের সময়। এবার অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
অবসরের ঘোষণার সময় অশ্বিন বলেন, একটা কথা সবাইকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।
২০১১ সালে দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক করেন তিনি। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নিয়ে সেরা হন অশ্বিন। ২০১১ সাল থেকে ২০২৪ সালে এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন রবিচন্দ্রন অশ্বিন।
ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানায়, ঘোষণার পরপরই অবসরে চলে যাচ্ছেন অশ্বিন। চলতি সিরিজে একটিমাত্র টেস্ট খেলেছেন তিনি। তাতে ৫৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।
অশ্বিন ক্যারিয়ারের শেষে টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েই বিদায় নিচ্ছেন। ২৪ গড়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট তার ঝুলিতে। ভারতের ক্রিকেটে ১৩২ টেস্ট থেকে ৬১৯ উইকেট নেয়া অনিল কুম্বলে আছেন অশ্বিনের সামনে।
টেস্টে ৫৩৭ উইকেটের পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রান তুলেছেন অশ্বিন। ১১টি ম্যান অব দ্য সিরিজের বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পাশে আছেন তিনি।
Developed by:
Helpline : +88 01712 88 65 03