সব
স্বদেশ বিদেশ ডট কম

জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাংবাদিক শহীদ মুহাম্মদ কামারুজ্জামানের আত্মজীবনীমূলক বই ‘ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রচ্ছদ প্রকাশনীর চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শহীদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি বলেন, আমার বাবার লেখা এ বইয়ে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যাতে অনেক মিথ্যাচারের মুখোশ উন্মোচন হয়েছে। বইটি পড়ে দেশের পরিস্থিতি বিগত সময়ে কী ছিল, তা অনুধাবন করতে পারবেন পাঠক। অন্যায়ভাবে বাবাকে বিচারিক হত্যার যে মঞ্চ তৈরি করা হয়েছিল, তা জাতি দেখেছে।
অনুষ্ঠানে জামায়াত ইসলামীর ঢাকা উত্তরের সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক বলেন, বইটিতে শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি এদেশকে নিয়ে এমন স্বপ্ন দেখতেন, যা আমরা দেখার সাহস করতে পারিনি। কারাগারে বসে আমাদের সাহস দিতেন তিনি। হাসিনা সরকারের পতন এবং দেশে ইসলামের বিজয় আসবেই, এমনটা ভবিষৎদ্বাণী করেছিলেন শহীদ কামারুজ্জামান। লেখকের সহকর্মী ও পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বইটি প্রকাশ করেছে ‘প্রচ্ছদ প্রকাশনী’।