কামারখন্দে শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫, ১:২৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কামারখন্দে প্রবাসী সুজন খাঁনের নিজ উদ্যোগে উপজেলার চর কামারখন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার এই অনুষ্ঠানে স্থানীয় জনগণের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায়।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষার প্রসার এবং শিশুদের সৃজনশীলতা উৎসাহিত করা।প্রায় ৪০ জনের অধিক শিক্ষার্থদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসহ দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শিক্ষার পথ সুগম করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

এই শিক্ষা সামগ্রী বিতরণকালীন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা.ফেরদৌসী বেগম, শিক্ষকাবৃন্দ, অভিভাবকগণ, কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, সজীব মন্ডল, কামরুল হাসান প্রমুখ।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...