নবীগঞ্জে শিক্ষা ও সামাজিক উন্নয়নে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর ব্যতিক্রমী উদ্যোগ

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ

দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন জন্মলগ্ন থেকেই এলাকায় বেশ কয়েকটি ব্যতিক্রমী পদক্ষেপ প্রহন করেছে। তাদের নেয়া পদক্ষেপ গুলো ইতমধ্যেই সূধীমহলের দৃষ্টি কেড়েছে। এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মেধা প্রতিযোগীতা-পাশপাশি ক্রীড়া প্রতিযোগীতা এবং আর্থমানবতার কল্যানে কাজ করে সকল মহলের প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। সংগঠনটির নাম ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাষ্ট‘। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল মুক্তাহার গ্রামে পূর্বপুরুষদের স্মৃতিকে ধরে রাখতে পারিবারিক ভাবে দাস পরিবারের নবপ্রজন্মের সদস্যরা এর যাত্রা শুরু করেন। তাদের কাজে মুগ্ধ হয়ে পাশে দাড়িয়েছেন দেশ-বিদেশের ধর্মবর্ণ নির্বিশেষে সকল স্থরের মানুষ। সম্প্রতি এই সংগঠনটি ব্যতিক্রমী দুটি প্রতিয়োগীতার আয়োজন করে।

সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা (২০.১২.২০২৪ খ্রি.): ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। এলাকার বিভিন্ন প্রাইমারী স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৭১ জন শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতি ক্লাস থেকে সর্বোচ্চ মার্ক পাওয়া ৫জন কে নির্বাচিত করে মোট ১৫জন শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।

বেটমিন্টন টুর্নামেন্ট (০১.০১.২০২৫ খ্রি.):
‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে ১২ টিমের নকআউট বেটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। টুর্নামেন্টে অংশগ্রহণ করে- টাইগার, কাশফুল, বলফুল, রয়েল, লায়ন, সিঙ্গার, মুক্তাহার, স্টার, লিজেন্ড, জোকার, হাঙ্গর, চন্দ্রদীপ নামক ১২ টি টিম। বেটমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান (০৬.০১.২০২৫ খ্রি.): ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে ১২ টিমের নকআউট বেটমিন্টন টুর্নামেন্টে বিজয়ী দলের মধ্যে পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। টিম, ২য় স্থান অধিকার করে ‘টাইগার’ টিম ও ৩য় স্থান অধিকার করে ‘সিঙ্গার’ টিম। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে বিজয়ী টিমের খেলোয়াড়দের হাতে টপি তুলে দেন।

ব্রিটিশ শাসনামলের শ্রীহট্ট/সিলেট জেলার নবীগঞ্জ থানার ৩৯নম্বর সার্কেলের দুই সহোদর সরপঞ্চ ও খ্যাতিমান ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস (১৮৫৫–১৯৩৮) এবং তাঁর সহোদর সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস (১৮৬০–১৯৪৩) -এঁর জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখতে ২০২৪ সালের ১০ অক্টোবর ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh