সব
স্বদেশ বিদেশ ডট কম
কক্সবাজারের রামুতে অটোরিকশার সঙ্গে মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দিন।
নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগে বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ অফিসার নাসির উদ্দিন বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজার মুখি মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই জীবন নামের যুবক নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করান।
ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক ও সহকারী দ্রুত পালিয়ে যায় । নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Developed by: Helpline : +88 01712 88 65 03