চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রককে ওএসডি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিবকে বদলির পর এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে উপ-সচিব মো. বেলাল হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমানকে। প্রেষণে নিয়োগ প্রত্যাহার করে তাদেরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চট্টগ্রাম বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে চট্টগ্রামে আসছেন এনসিটিবির (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) কারিকুলাম বিশেষজ্ঞ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

আর উপসচিব হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফাকে সরকারি সালেহ আহমদ কলেজে বদলি করা হয়। এই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয় নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সাম্প্রতিক সময়ে ফলাফল জালিয়াতিসহ নানা অনিয়মের কারণে আলোচিত ছিল। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর ড. নারায়ণ চন্দ্র নাথের ছেলের ফলাফল জালিয়াতির বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। ছেলে নক্ষত্র দেব নাথের এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলও করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তৎকালীন সচিব নারায়ণ চন্দ্র নাথকে প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলে পরিচালক পদে বদলি ও পরে ওএসডি করা হয়। বর্তমানে তখনকার সময়ের আলোচিতদের মধ্যে বাকি আছেন চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...