এভাবেও বুঝি ফিরে আসা যায়!

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ

ছয় মাস আগে জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন জেমস অ্যান্ডারসন। এরপর থেকে কাজ করছেন ইংল্যান্ড জাতীয় দলের বোলিং পরামর্শক হিসেবে। এরই মধ্যে ক্রিকেটে ফিরছেন তিনি। তার এই প্রত্যাবর্তনে টি-টোয়েন্টি থাকাটা সবচেয়ে বেশি অবাক করেছে সবাইকে।

ইংলিশ কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন অ্যান্ডারসন। চুক্তি অনুযায়ী, কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন। ৪২ বছর বয়সে তাকে এই ফরম্যাটে দেখাটা ভক্তদের জন্য খুশির কারণ বটে।

এর মাধ্যমে লম্বা সময় পর টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন হচ্ছে অ্যান্ডারসনের। সবশেষ ২০১৪ সালে এই ল্যাঙ্কাশায়ারের হয়েই কুড়ি ওভারের ম্যাচটি খেলেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই পেসার। ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অ্যান্ডারসন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...