সব
স্বদেশ বিদেশ ডট কম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকে লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং তার মেয়ে সুবাইদা বেগম (১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।
এ বিষয়ে ১৪ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার মৃত্যুঞ্জয় দে সজল জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা জানতে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03