বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছে। গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই অভিনেতার চিকিৎসা চলছে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। এ সময় সাইফ সেখানে গেলে হামলা হয়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তাঁর শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি।

তাঁর অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে বলে জানান নীরজ উত্তমণি।

প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। নিছক চুরি, না অন্য কোনো কারণে হামলা এটা এখনো নিশ্চিত নয় পুলিশ।

এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সাইফ আলী খানের পরিবার আজ সকাল ৯টা পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...