মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন চালের জাহাজ চট্টগ্রামে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ

মিয়ানমার থেকে থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ-চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব চাল আমদানি করা হয়েছে জি টু জি ভিত্তিতে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।

শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় সরকার দুই লাখ টন চাল কিনছে।

গত ১১ নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল সরবরাহ করেছে। চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে। চলতি মাসে আরো এক দফায় ভারত থেকে চাল এসেছে দেশে। বাংলাদেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম।

এর পেছনে ‘মজুতদারি’কে দায়ী করে চাল আমদানির ঘোষণা দেয় সরকার। বাজার ভেদে গত এক মাসে চিকন চালের দাম কেজিতে পাঁচ থেকে সাত এবং মোটা চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে। ব্যাবসায়ীরা বলছে, চাল আমদানির প্রভাব পড়বে বাজারে। এতে কমতে পারে দাম।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...