জয়ে ফিরল রাজশাহী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক ম্যাচ পরই জয়ে ফিরল দুর্বার রাজশাহী। চিটাগং পর্বে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে তারা। এর আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে ১৪৯ রানে হেরেছিল রাজশাহী।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৪ রান জড়ো করে রাজশাহী। জবাবে ১১৯ রানে অলআউট হয় সিলেট। দলটির হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন জাকির হাসান। ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন জাকের আলি। ২০ রান আসে জর্জ মানসির ব্যাট থেকে। রাজশাহীর হয়ে ২৫ রানে তিন উইকেট নেন সানজামুল ইসলাম। তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আফতাব আলমের শিকার দুটি করে উইকেট।

এর আগে টস জেতা রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। ২৭ বল খেলেন তিনি। ২২ বলে ৩২ রান করেন এনামুল হক বিজয়। ১৮ বল খেলা জিসান আলমের ব্যাট থেকে আসে ২০ রান। সিলেটের হয়ে রুয়েল মিয়া তিন উইকেট নেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...