সব
স্বদেশ বিদেশ ডট কম
অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে। আশা করি, আমরা সে অনুযায়ী আগাবো। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু সরকার বলেছে জুন পর্যন্ত, জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় নির্বাচনের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকবো, যদি না চায় চলে যাবো।’
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’
Developed by:
Helpline : +88 01712 88 65 03