সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়জয়কার

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ণ

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থিরা গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৫ জন প্রার্থী।

সভাপতি পদে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ৭৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সিলেট মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা এটিএম ফয়েজ ৬৫৮ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হন। সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের তার প্রতিদ্বন্দ্বীদের বিপুল ভোটে পরাজিত করেন।

সিনিয়র সহসভাপতি পদে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৫৯১ ভোট পেয়ে জয়ী হন। সহসভাপতি-২ পদে মোহাম্মদ মোখলিসুর রহমান ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগপন্থি ওয়াহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট পেয়ে জয়লাভ করেন।

যুগ্ম সম্পাদক পদে বিএনপিপন্থি রব নেওয়াজ রানা ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে নির্বাচিতরা হলেন মো. গিয়াস উদ্দিন (৯৮৫ ভোট), এ.এস.এম. আব্দুল গফুর (৯২৩ ভোট), এ.কে.এম. ফখরুল ইসলাম (৯১৬ ভোট), মো. জামিলুল হক (৯১৪ ভোট) এবং আরও কয়েকজন।

ভোটগ্রহণ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেকের সঙ্গে সহকারী কমিশনার এম. আব্দুল করীম আকবরী এবং জামিল আহমদ দায়িত্ব পালন করেন।

এই নির্বাচনে আওয়ামী লীগপন্থি প্রার্থীদের জয়জয়কার রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...