সব
স্বদেশ বিদেশ ডট কম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
বাংলাদেশসহ বিশ্বে নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ জরায়ুমুখ ও স্তন ক্যানসার।
এই দুই ক্যানসারে প্রতি বছর ১১ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে জরায়ু-মুখ ক্যানসারে ৪ হাজার ৯৭১ জন এবং ৬ হাজার ৭৮৩ জন স্তন ক্যানসারে মৃত্যুবরণ করেন। এ অবস্থা থেকে উত্তরণে সচেতনা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং টিকাদান কর্মসূচি জোরদারের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সোমবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৯ থেকে ২৫ জানুয়ারি ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও বহির্বিভাগে দুটি মাসব্যাপী সচেতনতা সেবাবুথের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা জানান, বিশ্বে নারীদের যত ধরনের ক্যানসার হয় তার মধ্যে জরায়ু-মুখ ও স্তন ক্যানসার অন্যতম। জরায়ু-মুখ ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারের মধ্যে চতুর্থতম এবং ক্যানসারজনিত মৃত্যুর চতুর্থ শীর্ষ কারণ। এছাড়া স্তন ক্যানসার বিশ্বব্যাপী এবং বাংলাদেশে উভয় ক্ষেত্রেই শীর্ষস্থানীয় ক্যানসার। বাংলাদেশে নারীদের মৃত্যুর প্রধানতম দুটি কারণ হলো জরায়ু-মুখ ক্যানসার ও স্তন ক্যানসার। এই দুটি ক্যানসার গুরুত্বপূর্ণ নন-কমিউনিকেবল ডিজিসেস হিসেবে বিবেচিত।
বাংলাদেশে প্রতি বছর নতুনভাবে প্রায় ৮ হাজার ২৬৮ জন নারী জরায়ু-মুখ ক্যানসারে আক্রান্ত হন এবং ৪ হাজার ৯৭১ জন নারী মারা যান। একইভাবে বাংলাদেশে প্রতি বছর নতুনভাবে প্রায় ১৩ হাজার ২৮ জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৭৮৩ জন মারা যান।
Developed by: Helpline : +88 01712 88 65 03