সব
সিলেট ব্যুরো অফিস,
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সমিতির ২ নম্বর হলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মি. অশোক পুরকায়স্থ এডভোকেটের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ এডভোকেটের যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল ২টায় অনুষ্ঠিত উক্ত সভায় ৮০০-রও বেশি আইনজীবী উপস্থিত ছিলেন। সভায় ২০২৪ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন নিরীক্ষা কমিটির আহ্বায়ক কয়ছর আহমদ এডভোকেট। এছাড়া, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট সমিতির কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিতে ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। উভয় প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
এছাড়া, ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট ঘোষণাপূর্বক লিখিত প্রতিবেদন পাঠ করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট, সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেট এবং অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে বারের সংবিধান অনুযায়ী কাজ করার অঙ্গীকার করেন এবং নির্বাচিত করায় সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সহ সম্পাদক মোঃ বদরুল আলম শিপন এডভোকেট এবং গীতা পাঠ করেন সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট।
সভা শেষে বিদায়ী সভাপতি মি. অশোক পুরকায়স্থ এডভোকেট নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং তাঁর দায়িত্বকালীন সময়ে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03