সব
স্বদেশ বিদেশ ডট কম
বিশিষ্ট আলেম ইসহাক আল মাদানী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ইসহাক আল মাদানী।
ইসহাক আল মাদানীর মৃত্যুতে শোক জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘হাজারো আলিমের উস্তাজ, শায়খুল হাদিস, সিলেট অঞ্চলের ইলমি নক্ষত্র ‘‘শায়খ ইসহাক আল মাদানি’’ দুনিয়ার সফরের ইতি টেনেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন।’
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য অনুষদে ১৯৮৩ সালে স্বর্ণপদকপ্রাপ্ত বিরল সম্মানের অধিকারী আল্লামা ইসহাক আল মাদানী বাংলাদেশের ১ম ব্যাচের স্কলারশিপপ্রাপ্ত (১৯৭৮) কৃতি শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে এমএ পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের ডিন ওয়ার্ডপ্রাপ্ত ইসহাক আল মাদানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে সর্বোচ্চ মার্ক পেয়ে বিশেষ সম্মানে ভূষিত হয়েছিলেন।
সৌদি দারুল ইফতার সাবেক মাবউছ ইসহাক আল মাদানী সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামি স্কলার হিসেবে প্রায় ৩৭ বছর (১৯৮৩-২০২০) বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালান করেছেন। এছাড়া তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার (পাঠানটুলা, সিলেট) প্রতিষ্ঠাকালীন শায়খুল হাদীস হিসেবে দীর্ঘদিন জ্ঞানের আলো বিতরণ করেছেন। তৈরি করেছেন অসংখ্য আলেম, যারা দেশে বিদেশে ইসলামের দ্যুতি ছড়াচ্ছেন।
দারুল উলুম দেওবন্দ থেকে সর্বোচ্চ ডিগ্রীপ্রাপ্ত মাওলানা মুফতি মাযহারুল ইসলাম ওসমান কাসেমীর ২০০৯ সালের মার্চ মাসে প্রকাশিত ‘বিখ্যাত ১০০ ওলামা-মাশায়েখের ছাত্রজীবন’ শীর্ষক গবেষণা গ্রন্থের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেছেন।
যে তালিকায় রয়েছেন, ইমাম আবু হানীফা (রঃ), আল্লামা ইমাম গাযালী (রঃ), সাইয়েদ আহমদ কবির রেফায়ী (রঃ), হযরত শেখ সাদী (রঃ), আল্লামা জালালুদ্দীন সূয়ুতী (রঃ), শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দীছে দেহলভী (রঃ), শায়খুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী (রঃ), আল্লামা ইকবাল (রঃ)-সহ যুগশ্রেষ্ট ইসলামী স্কলার ও গবেষকরা।
Developed by: Helpline : +88 01712 88 65 03