‘জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব’বাতিল করলেন ট্রাম্প

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

শপথ নেওয়ার পরই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আদেশ আদালত পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন তিনি।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এ সম্পর্কিত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। খবর মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের।

প্রায় ১৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা ‘জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব’ পেয়ে আসছেন। ট্রাম্প এই সাংবিধানিক অধিকারকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর। তার বিশ্বাস, এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে।

আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা-মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তাকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।

অভিষেক শেষে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ২০ হাজার সমর্থকের সামনে বসে একরাশ নির্বাহী আদেশে সাক্ষর করেন। পরবর্তীতে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে অনেকে আদেশে সাক্ষর করেন।

প্রথমেই তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা ৭৮টি আদেশ স্থগিত করেন। বাইডেন তার মেয়াদের শেষদিকে এই আদেশগুলো জারি করেছিলেন, যেগুলোর বেশ কয়েকটি বাস্তবায়ন হয়নি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...