নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব : সাংবাদিকদের বদিউল আলম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থায় প্রস্তাবিত সংস্কারগুলো কোনো অসৎ উদ্দেশ্যে নয়, বরং নির্বাচনী প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করার জন্যই প্রস্তাবিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সংগঠন আরএফইডির সদস্যদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন বদিউল আলম। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার লক্ষ্য নয়, বরং তাদের ক্ষমতা আরও সুসংহত করার প্রস্তাবই দেওয়া হয়েছে। বদিউল আলম মজুমদার বলেন, “আমাদের উদ্দেশ্য কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, বরং নির্বাচনকে দুর্নীতিমুক্ত করা।”

ফেরারি আসামি, বিচারিক আদালতে দোষী প্রমাণিত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয়ার প্রস্তাব নিয়ে প্রশ্নের উত্তরে বদিউল আলম বলেন, যারা হত্যাকাণ্ড, গুম, মানবাধিকার লঙ্ঘন বা অর্থপাচারের সঙ্গে যুক্ত, তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, এই সুপারিশ জনগণের মতামতের ভিত্তিতে করা হয়েছে, এবং জনগণ চান না, যারা এসব অপরাধ করেছে, তারা আবার দেশ শাসন করুক।

এদিকে, নির্বাচনী ব্যবস্থা সংস্কারে নতুন প্রস্তাবগুলোর বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আরও জবাবদিহি আনার জন্য প্রস্তাব করা হয়েছে, তবে এর মাধ্যমে কমিশনের ক্ষমতা খর্ব হবে না।

অপর এক অনুষ্ঠানে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানিয়েছেন, ২০১৮ সালের আন্দোলনে আহতদের জন্য বায়োমেট্রিক প্রক্রিয়ায় ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, এই প্রক্রিয়া সম্পন্ন হলে, চিকিৎসাধীন আহতদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

এছাড়া, আহতদের এবং তাদের পরিবারকে নতুন ভোটার নিবন্ধন ছাড়াও স্মার্ট কার্ড এবং সংশোধিত তথ্য প্রদান করা হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...