সব
স্বদেশ বিদেশ ডট কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন। ছবি: প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন।
আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আন্দোলনের সেই ক্রান্তিকালে রাজশাহীতে আমরা যেই ১৭ জন কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের আমলেই ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করার জন্যে লড়াই করেছিলাম তার মধ্যে সে অন্যতম। গতকাল রাতে তার ওপর যে অতর্কিত হামলা করা হয়েছে তা প্রমাণ করে শিগগির আমি, আপনি এবং বিপ্লবী সবার প্রতি এই হামলা ধেয়ে আসছে। শুধু একটা সরকার পরিবর্তন আর প্রশাসনিক লোক পরিবর্তন করার জন্যে আমার ভাইয়েরা জীবন দেয় নাই। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিবাদ জড়িয়ে ছিল তাদেরকে ধ্বংস করার জন্যেই আমরা জুলাই বিপ্লবে অবদান রেখেছিলাম।
প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন রাখতে চাই, যারা জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাদের চেয়ারও খুব বেশিদিন টিকে থাকবে না। আপনাদের চেয়ারের মেয়াদ আমাদের নিরাপত্তার ওপর নির্ভর করছে।
মানবাধিকার কর্মী ও স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাশেদ রাজন বলেন, পরিকল্পিতভাবে সমন্বয়ক শহীদের ওপর হামলা করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তারা বিভিন্নভাবে হামলার ছক এঁকেছে। নানাভাবে তারা হামলার হুমকি দিয়ে আসছে। এর বহিঃপ্রকাশ গতকালকে শহীদের ওপর হামলা। এর আগেও আমাদের অনেক সমন্বয়কের ওপর হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় এ মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর ২০-২৫ জন দুর্বৃত্ত রড ও পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায়।
Developed by: Helpline : +88 01712 88 65 03