শাহবাগ মোড় অবরোধ করে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে বিক্ষোভ করছেন ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১টার কিছু সময় পর ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এর ব্যানারে একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এর আগে কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌছান তারা।

এসময় শাহবাগ মোড়ের চারদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, দাবিদাওয়া নিয়ে ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করেছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তাদের দাবিগুলো হচ্ছে—১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ।

বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাঁদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তাঁরা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।

বিক্ষোভে অংশ নেওয়া ম্যাটসের শিক্ষার্থী মো. বোরহান জানান, ‘আমাদের দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে নিয়োগ। দীর্ঘ ১৫ বছরে আমাদের কোনো নিয়োগ দেওয়া হয়নি। আমরা এর আগেও আন্দোলন করেছি। আমাদের শুধু আশ্বাস দিয়ে রেখে দিয়েছে সব দাবি মেনে নেওয়ার। কিন্তু আমাদের কোনো দাবি মানা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইন্টার্নশিপ ছিল সেটা বন্ধ করা হয়েছে। এখন আমরা ইন্টার্নশিপ চালুর দাবি করছি।’

আরেক শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্ত বলেন, “বাংলাদেশের গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের পদ ছিল। কিন্তু সেগুলো শুন্য অথবা আমাদের জায়গায় নন মেডিকেল লোক নিয়োগ দেওয়া হয়েছে। এটা কেমন বাংলাদেশ?”

দেশে ১৬টি সরকারি এবং ৫১টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...