ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এসএমপি —পুলিশ কমিশনার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এসএমপি। এ ক্ষেত্রে পেশাদার ও মূল ধারার সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করছে তারা দুর্বৃত্ত। এদেরকে চিহ্নিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসএমপি কমিশনার বলেন, সম্প্রতি সিলেট নগরীতে ছিনতাইকারীদের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। তারা বিভিন্ন বেশে অপরাধ সংগঠিত করতে চাচ্ছে। তবে পুলিশও কৌশলী অবস্থান নিয়ে এদেরকে গ্রেফতারে তৎপর রয়েছে। ওলি আউলিয়ার শহর পূণ্যভূমিকে অপরাধমুক্ত রাখতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এখানে কেউ অপরাধ করে পার পাবে না। শান্তির শহন সিলেটকে সম্পূর্ণরুপে অপরাধমুক্ত রাখতে পুলিশ কাজ করবে বলে জানান তিনি। এছাড়া কিশোর অপরাধীদের চিহ্নিত করে অভিযান চালানো হবে বলে জানান তিনি। সিলেট প্রেসক্লাব সিলেটের সাংবাদিকদের একটি বৃহত্তম প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি আরও বলেন, এ ক্লাবের সদস্যরা এখন দেশে বিদেশে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। এটি অত্যন্ত গৌরবের বিষয়। এ ছাড়া খেলাধূলার মধ্য দিয়ে সবার মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি।
সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, আবদুল কাদের তাপাদার, আতাউর রহমান আতা, হুমায়ূন রশিদ চৌধুরী ও এম এ হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও মো. আব্দুর রাজ্জাক, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সদস্য কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কামাল উদ্দিন আহমেদ, মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ ও আবু সাঈদ মো. নোমান, সদস্য এম এ মতিন, এ কে কাওছার, সহযোগী সদস্য সেলিম আউয়াল ও হুমায়ূন কবির লিটন প্রমুখ। প্রথম দিনে দাবা খেলায় বিজয়ী ইকরামুল কবির ইকু, রার্নাস আপ নাজমুল কবির পাভেল।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...