জিয়াউল আহসান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৪০ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

জিয়াউল আহসান নিজের নামে ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৪২ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং অনুমোদিত সীমা ছাড়িয়ে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করেন। তার স্ত্রী নুসরাত জাহানও একই ধরনের লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসামি হয়েছেন। ৮টি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেন তিনি।

এই মামলায় দুদক দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুসারে অভিযোগ দায়ের করেছে। গত ১৮ ডিসেম্বর থেকে এই মামলার তদন্ত শুরু হয়, যেখানে জিয়াউলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh