সব
স্বদেশ বিদেশ ডট কম
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল গাজার শাসক গোষ্ঠী হামাস। চুক্তির অংশ হিসেবে শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে তাদেরকে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী ২০০ ফিলিস্তিনিকেকে মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
মুক্তির আগে অসংখ্য মুখোশ পরা হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধা প্যালেস্টাইন স্কোয়ারে জড়ো হয়, যেখানে অনেক সাধারণ ফিলিস্তিনিরাও সমবেত হয়।
মুক্তির পর ওই চার ইসরায়েলি নারী সেনাকে গাজার সীমান্তবর্তী একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
হামাসের প্রকাশ করা তালিকা থেকে জানা যায়, মুক্তিপ্রাপ্তরা হলেন- কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এই চারজনই ইসরায়েলি সেনা, যারা ইসরায়েল-গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত ছিলেন।
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা প্রায় ২০০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে এই চারজন জিম্মিকে ছেড়ে দিল হামাস।
গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় ৯০ কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। বিপরীতে তিনজন জিম্মিকে মুক্তি দেয় হামাস।
সূত্র: আল-জাজিরা
Developed by:
Helpline : +88 01712 88 65 03