সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটের বিভাগীয় কমিশনার ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের পরিচালনা পরিষদের সভাপতি খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, দেশের সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যায়, মেয়েরা ব্যাপকভাবে শিক্ষার দিকে ধাবিত হচ্ছে। মেয়েরা রাষ্ট্রের সকল পর্যায়ে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রকে পরিপূর্ণভাবে সম্মুখে অগ্রসর করতে নারী শিক্ষা শতভাগ নিশ্চিত করতে হবে।
বিভাগীয় কমিশনার সোমবার সকালে নগরীর শামীমাবাদ এলাকায় মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার আহবায়ক, কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন, কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথি নাগ প্রমুখ।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বেলুন উড়িয়ে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি
Developed by:
Helpline : +88 01712 88 65 03