বিয়ে করলেন সারজিস আলম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তবে পাত্রীর বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সারজিসকে অভিনন্দন জানান।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নবজীবন পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

আসিফ মাহমুদের পোস্টকৃত ছবিতে দেখা যায়, বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছেন সারজিস আলম। তার পাশে উপস্থিত রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা নাহিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড আইডিতে সারজিসকে অভিনন্দন জানিয়ে ছবি সম্বলিত একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু, সার্জিস! তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি।’

তবে সারজিস আলমের বিয়ের বিষয়টি জানা গেলেও, তিনি কবে বিয়ে করেছেন এবং পাত্রী কে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...