পথভ্রষ্ট ব্যাক্তি সঠিক পথে আসলে মহান আল্লাহ তায়ালা রাজি-খুশি হয়ে যান -ছারছীনার পীর ছাহেব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- মহান আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি অত্যন্ত দয়া ও ক্ষমাশীল। তিনি নিজ অনুগ্রহে সেই সব বান্দাকে সঠিক পথ দেখাবেন ; যারা সঠিক পথ পাওয়ার জন্য চেষ্টা করে। আর সঠিক পথ পেতে হলে আমাদেরকে সর্বদা নেক আমল করতে হবে। যুগে যুগে নবী-রাসূলগণ এই পৃথিবীতে এসে পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) আখেরী নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে এসেছিলেন। তাঁর ওফাতের পর সাহবায়ে কেরাম (রাঃ), তাবেয়ীন, তাবে তাবেয়ীনগণ এই পৃথিবীতে মুসলমানদেরকে সঠিক পথে পরিচালিত হবার জন্য দিক নির্দেশনা ও তাকীদ প্রদান করেছেন। আজ তাদের অবর্তমানে এদেশে হক্কানী আওলিয়ায়ে কেরামগণ তথা পীর-মাশায়েখগণ ও ওলামায়ে কেরামগণ পথভ্রষ্ট ব্যাক্তিদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে একজন মানুষকে সঠিক পথে নিয়ে আসতে সক্ষম হন। আর পথভ্রষ্ট ব্যাক্তি সঠিক পথে আসলে মহান আল্লাহ তায়ালা রাজি-খুশি হয়ে যান।

আজ ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের ২য় দিন বাদ জুময়া আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ও বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ সিরাজুম মুনীর তাওহীদ, মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন প্রমূখ।

আগামীকাল তিনদিনব্যাপী মাহফিলের শেষ দিন। এদিন বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত হবে ইনশাআল্লাহ।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...