মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মরদেহ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫, ২:১৫ অপরাহ্ণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মেট্রোরেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সোহরাওয়ার্দী উদ্যানে মেট্রোরেল স্টেশনের পাশে মরদেহটি পড়ে ছিল।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় থাকত। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...