হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২২ অপরাহ্ণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাত দলের হামলায় মো. মহসিন মিয়া (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ স্টেশন রোডে অবস্থিত গ্রামীন টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিক ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১২টায় বাড়ি যাওয়ার পথে মহসিন এবং তার সহযাত্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া খবর পান যে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর ডাকাতরা তাদের উপর হামলা চালায় এবং ইলিয়াসের মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাই করে। মহসিন পালানোর সময় ডাকাতরা তাকে ধাওয়া করে। তিনি মোবাইল ফোনে বাড়িতে খবর দেন এবং দ্রুত পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছায়। তবে, মহসিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে, ভোর ৪টার দিকে তাকে শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানিয়েছেন যে, এ ব্যাপারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...