সব
প্রবাস ডেস্ক,
বাংলাদেশীসহ ৬৪ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সোমবার মধ্য রাতে জালান কেপং-এর জালান মেট্রো পেরদানা তৈমুর ২-এর একটি তিন তলা আবাসিক বাড়িতে অপ সাপু নামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন, দুই ঘন্টারও বেশি সময়ের অভিযানে মোট ১৩৬ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ১০ জন মহিলাসহ ৬৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে মিয়ানমারের ৫৬, তিনজন বাংলাদেশী, তিনজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। আটকদের নেই কোনো বৈধ কাগজপত্র।