সব
স্বদেশ বিদেশ ডট কম
পোষ্য কোটা বাতিলের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। তবে কোটা বহালের দাবিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা দিয়েছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। অন্যদিকে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে সকল হল ঘুরে নতুন প্রশাসনিক ভবনের নিচে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘কোটা না মেধা’, ‘হলে হলে খবর দে, পোষ্যকোটা কবরে দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
দুপুরে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীদেরকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পোষ্য ভর্তি বিভাগীয় সকল শর্ত বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হলো। শুধু জরুরি পরিসেবাসমূহ আওতামুক্ত থাকবে তবে অন্দোলনের প্রয়োজনবোধে জরুরী সেবাসমূহ আওতাভুক্ত করা হবে। সকল কর্মকর্তা কর্মচারিদেরকে সকাল ৯ টার সময় তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি অফিসের সামনে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো।’
সর্বশেষ, প্রায় এক হাজার শিক্ষার্থী নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছে। এখন পর্যন্ত প্রশাসনের কাউকে কথা বলতে দেখা যায়নি।
Developed by:
Helpline : +88 01712 88 65 03