সব
স্বদেশ বিদেশ ডট কম
২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নিজাম)।
বুধবার আখেরি মোনাজাত শেষে এ ঘোষণা করেন তাবলিগ শুরায়ি নিজামের শীর্ষ মুরব্বিরা।
শুরায়ি নিজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগামী বছরের টঙ্গী বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২, ৩ ও ৪ জানুয়ারি এবং পরবর্তী ধাপ ৯, ১০ ও ১১ জানুয়ারি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত শুরায়ি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
এর আগে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরায়ি নিজামের তত্ত্বাবধানে প্রথম পর্বের সব আনুষ্ঠানিকতা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
বাংলাদেশের মাওলানা জোবায়েরের পরিচালনায় আখেরি মোনাজাত দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয়।
এ সময় আল্লাহর নৈকট্য এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।
মোনাজাত শেষে পরবর্তী বছরের শুরায়ি নিজামের তত্ত্বাবধানে ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়।
Developed by:
Helpline : +88 01712 88 65 03