সব
বিজ্ঞপ্তি,
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন SIBE-NIMC প্রকল্পের আওতায় ০৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার মেধাক্রম ও সাংবাদিকতার মেধাস্বত্তের চর্চা Intellectual Property Rights: Cinematography, Sound Recording. Digital Media and Journalism Practice শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় গণমাধ্যমের প্রতিনিধি, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিডিশন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশগহণ করেছেন।
মূল বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার অব কপিরাইট বাংলাদেশের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। কপিরাইট গবেষক ও সুপ্রিম কোর্টের আইনজীবি তাসলিমা জাহান এবং কনসালটেন্ট মোহাম্মদ খাইরুল হাসান মেধাস্বত্বের বিভিন্ন দিক উপস্থাপন করেন।
বক্তারা, মেধাস্বত্ব অধিকার (কপিরাইট) ও উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ উন্নীত হলে কিভাবে মেধাসম্পদ উন্নয়ন ও জনকল্যানে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করেন। মেধাস্বত্ব অধিকার (Intellectued Property Right) বিষয়টি বর্তমান বানিজ্যিক বিশ্বে কৃষি, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান প্রযুক্তির বিকাশ, শিল্প-সংস্কৃতির সুরক্ষা, বাণিজ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তাই কপিরাইট (তথ্য ও প্রযুক্তিগত তথ্য) আইনগত ব্যবহার, লাইসেন্স, আইনগত অধিকার নিয়ে জনসচেতনতা খুবই দরকার।
একদিকে বিদ্যমান ঐতিহ্যগত সংস্কৃতি, তথ্যসুরক্ষা করা যেমন কঠিন হয়ে গেছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমতা (Al) এর যথেচ্ছ ব্যবহারের ফলে কপিরাইট, শিল্পীর অধিকার সুরক্ষা চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। তাই একটি সুস্থ ও কল্যাণমুখী কপিরাইট আইনব্যবস্থা ও কার্যকরী উদ্যোগ নিতে, আমাদের এখনই সচেষ্ট হতে হবে। গণমাধ্যম কর্মীদের কপিরাইট বিষয়ে সচেতনতা তৈরিতে আরো কার্যকর ভূমিকা নেয়া জরুরী।
কর্মশালায় সভাপতিত্ব করেন মো: কাউসার আহাম্মদ, মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। আলোচনায় আরো অংশ নেন পরিচালক ড. মারুফ নাওয়াজ। প্রকল্প উপপরিচালক জনাব মোহাম্মদ আবু সাদেক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কর্মশালা শেষে সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
Developed by:
Helpline : +88 01712 88 65 03