সব
স্বদেশ বিদেশ ডট কম
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না। এদের আইনের মধ্য দিয়েই কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
আর অপারেশন ডেভিল হান্টে শুধু লীগের নয়, সব দলের এবং এমন অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) টিএসসি গ্রাউন্ডে জুলাই বিল্পবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ‘দ্যা হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা অবশ্যই রক্ষা করবো।
তিনি আরও বলেন, অভ্যুত্থান এখনও আমাদের শেষ হয়নি, আন্দোলনের ধরণ হয়তো পরিবর্তন হবে। কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনও শেষ হয়নি। জুলাইকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা এখনও শেষ হয়ে যায়নি।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
কোনো মাদার অরগানাইজেশানের স্বার্থ হাসিল না করে শুধুমাত্র ছাত্র অধিকার কেন্দ্রিক ডাকসু রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।
এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দল মতের ঊর্ধ্বে যারাই ডেভিলের ভূমিকায় আবির্ভূত তাদের বিরুদ্ধেই যেন পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদিনই কাজ করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। পরে জুলাই বিল্পবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।
Developed by:
Helpline : +88 01712 88 65 03