থানার সামনে টিকটক করে আওয়ামী লীগ নেত্রী কারাগারে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রাম থানা ফটকের সামনে নেচে-গেয়ে টিকটক ভিডিও ধারণের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগমকে (৩২) কারাগারে পাঠানো হয়েছে।

শিউলী বেগম নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।

তিনি জানান, শিউলি বেগমের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে তিনি বড়াইগ্রাম থানায় একটি মামলা সংক্রান্ত কাজে গেলে থানার ভিতরের মূল ভবনের গেটে একটি টিকটিক ভিডিও ধারণ করেন এবং তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন।

এরপর স্থানীয়রা তা ডাউনলোড করে নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করলে সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে গতকাল সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

মাহবুবুর রহমান জানান, থানার মূল ভবনের গেটে তিনি মাত্র ১৭ সেকেন্ডের একটি টিকটিক ভিডিও ধারণ করেন এবং তা তার নিজ ফেসবুকেও পোস্ট করেন। তবে কিছুক্ষণ পরেই তিনি ওই ভিডিও ডিলিট করে দিলেও ততক্ষণে অনেকেই তা ডাউনলোড করে রাখেন। পরবর্তীতে তারা ফেসবুকে পোস্ট করে নিন্দা জানান। শুধু এই অপরাধেরই নয় তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...