সব
সিলেট ব্যুরো অফিস,
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পাথরবাহী গাড়ি থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ ওঠার পর তাদের ক্লোজড করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
(১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুইজন উপ-পরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং নয়জন কনস্টেবল।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন:
এসআই খোকন চন্দ্র সরকার, মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল, শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে টাকা আদায়ের অভিযোগে পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। গণমাধ্যমেও খবর প্রকাশিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
সিলেট জেলা পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, পুলিশের ভাবমূর্তি রক্ষায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03