সব
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের পশ্চিমবঙ্গের নদীতে একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার হুগলি নদীর ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় একটি ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ ডুবে যায়। জাহাজটির নাম এমভি সি ওয়ার্ল্ড, জাহাজটি কিং ওশান শিপিং লাইন্স নামে একটি বাংলাদেশি শিপিং কোম্পানির মালিকানাধীন।
জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে ফিরছিল। পথেই আচমকা জাহাজের তলায় বিকট শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। পরে ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। তবে জাহাজটির ১৬ ক্রুর (সদস্য) সবাইকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোররাতে ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় নদী থেকে আচমকাই ব্যাপক চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান স্থানীয়রা। জাহাজের কর্মীদের চিৎকার শুনেতে পেয়ে কাছাকাছি থাকা ভারত জেলেদের নৌকা জাহাজটির কাছে গিয়ে বুঝতে পারে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দ্রুতই ডুবে থাকা জাহাজটির ১৬ ক্রু’কে উদ্ধার করেন তারা। ফোন করে গোটা ঘটনা জানান হয় স্থানীয় গঙ্গাসাগর থানায়। কিছুক্ষণের মধ্যেই স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে হাজির হয় গঙ্গাসাগর থানার পুলিশ বাহিনী।
দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ জানিয়েছে, ক্রু সদস্যদের প্রত্যেকেই সাগর থানার পুলিশের আশ্রয়ে আছেন। ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের নেয়া হয়েছে স্থানীয় রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে। ১৬ ক্রু সদস্যের প্রত্যেকেই সুস্থ আছেন। গোটা ঘটনার বিষয়ে জাহাজটির মালিক কোম্পানিকে জানিয়েছেন জাহাজটির কর্মীরা। তাদের সিদ্ধান্ত জানার পরেই জাহাজ উদ্ধারের কাজ শুরু হবে। যেহেতু হুগলি নদীর এই অংশটি জাহাজ চলাচলের ব্যস্ত রুট তাই দ্রুতই জাহাজটি উদ্ধারের চেষ্টা করছেন তারা।
Developed by:
Helpline : +88 01712 88 65 03