রাজধানীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের মেয়ে আহত হন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আব্দুল জব্বার ও তার স্ত্রী রুনা আক্তার। আর তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, নিহতরা রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান গণমাধ্যমকে বলেন, আজ সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...