কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: নিহত ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে বিমান বাহিনী ও এলাকাকাসীর মধ্যে ব্যাপক সংর্ঘর্ষ চলছে।

এসময় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আমেনা বেগমের ছেলে শিহাব কবির নাহিদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছে অন্তত আরও ২০ জন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিত হয়ে চলমান সংর্ঘর্ষ সামাল দেয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh