রাজধানীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে গুলি করে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মো. জাহিদ (২৫)।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সুতি খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, গুলিবিদ্ধ যুবক রাজধানীর গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা। তিনি পোশাক এমব্রয়ডারির কাজ করেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার লক্ষ্মীপুরা গ্রামে।

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় বলেন, যাত্রাবাড়ীর সুতি খাল এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীরা ওই যুবককে গুলি করে তার কাছে থাকা মানিব্যাগ এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। তার বাম পায়ে গুলি লেগেছে। তবে তার কাছ থেকে কত টাকা নিয়ে গেছে, সে বিষয়টি জানতে পারিনি। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ১৪০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর দেশজুড়ে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট বাড়ানোর কথা সরকারের তরফে জানানো হয়। এরমধ্যেই যাত্রাবাড়ীতে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh