রাজধানীতে বিভিন্ন এলাকায় ৮ জনকে গণপিটুনি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীতে আলাদা আলাদা ঘটনায় চোর ও ছিনতাইকারী সন্দেহে ৮ জনকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার যাত্রাবাড়ী, মতিঝিল, চকবাজার ও ভাটারা থানা এলাকায় এসব ঘটনার পর আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

যাত্রাবাড়ী থানার এসআই ফারজানা আক্তার বলেন, “কোনাপাড়া এলাকায় বেলা পৌনে ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে তিন সহোদরসহ চার জনকে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

আহতরা হলেন- ফতুল্লার রফিকুল ইসলাম (৩৬), রবিউল ইসলাম (৪০) ও রিপন মিয়া (৪২) এবং আরেকজন সোহাগ মিয়া (৫৪)।

“আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে”, বলেন এসআই ফারজানা।

মতিঝিল থানার এসআই সাদ্দাম বলেছেন, “মতিঝিল এজিবি কলোনি এলাকায় এক মহিলার ব্যাগ নিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পরে গণপিটুনির শিকার হয়েছেন তন্ময় (১৭) নামের এক তরুণ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”

চকবাজার থানার এসআই জহুরুল ইসলাম বলেন, বকসি বাজার এলাকায় কাগজের কার্টন চুরির অভিযোগে স্থানীয়রা অপু (১৮) ও আলী (৩২) নামের দুজনকে গণপিটুনি দেয়।

“বিকেলে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।”

আর ভাটারার সোলমাইদ এলাকায় সকালে একটি বাসার চতুর্থ তলা থেকে মোবাইল, মানিব্যাগ ও ল্যাপটপ চুরি করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন মানিক মিয়া (২৩) নামের এক যুবক।

ভাটারা থানার এসআই কামরুজ্জামান বলেন, “পরে গণপিটুনির শিকার হওয়া মানিককে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।”

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...