মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুর রবের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ::

মৌলভীবাজার জেলার রাজনগরের কৃতি সন্তান, ৪ নম্বর সেক্টর ‘ক’ এর সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুর রব (পিএসসি)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।

সংগঠনের কেন্দ্রীয় কনভেনর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনার মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, অর্থ সচিব এম আসরাফ মিয়াসহ সংগঠনের ১২টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, “রাজনগরের গর্বিত সন্তান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রবের মৃত্যুতে দেশ ও জাতি একজন কৃতি সন্তানকে হারালো। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়। তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন।”

মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুর রব ১৯৪৩ সালের ২২ মার্চ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মশুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত থাকাকালীন সময়ে ছুটিতে বাংলাদেশে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানে কর্মস্থলে না ফিরে ভারতে আশ্রয় নেন এবং ৪ নম্বর সেক্টরের ‘ক’ সাব-সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হয়ে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ২ মার্চ ২০২৫ (শনিবার) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ৫ মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের প্রতি সর্বোচ্চ সম্মান জানানো হয় এবং সেনাবাহিনী প্রধানের পক্ষে শোকজ্ঞাপনকারী অফিসার নাসির আফজাল তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

তার মৃত্যুতে দেশ একজন গুণী ও অভিজ্ঞ সামরিক ব্যক্তিত্বকে হারিয়েছে, যার অবদান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উন্নয়নে অবিস্মরণীয় হয়ে থাকবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...