রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ

রাঙ্গামাটির মানিকছড়িতে পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলি হয়েছে। এ ঘটনায় নির্মল চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (১৬ মার্চ) সকালে রাঙ্গামাটির মানিকছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

এই বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

তবে এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দীন বলেন, মানিকছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। এতে ইউপিডিএফের একজন নিহত হয়েছেন বলে স্থানীয় ইউপি সদস্য আমাকে নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানাতে পারব।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh