সব
সিলেট ব্যুরো অফিস,
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় লোকসংগীত শিল্পী সুষমা দাশ আর নেই। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেট শহরের হাওলাদার পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
পরিবারের সদস্যদের মতে, সুষমা দাস বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। গত ১৩ মার্চ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এরপর তাঁকে বাড়িতে নেওয়া হয়, যেখানে বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার রাত ৮টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শিল্পীরা বিদায় মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের গান “আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে”পরিবেশন করেন।
পরে তাঁর মরদেহ সুনামগঞ্জের শাল্লা গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা। তিনি চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
লোকসংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে সুষমা দাশ শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, আলী হোসেন সরকার এবং কামাল পাশার মতো কিংবদন্তী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।
লোকসংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন, যা তাঁর বহু পুরস্কারের মধ্যে অন্যতম। তাঁর ছোট ভাই পণ্ডিত রামকানাই দাসও শাস্ত্রীয় সংগীতে একুশে পদকপ্রাপ্ত ছিলেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03