সড়কে আইন অমান্য করায় একদিনে সারাদেশে ২৮৯ মামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ও ফিরতি ঈদ যাত্রায় সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং বাড়তি ভাড়া আদায় রোধে জাতীয় পর্যায়ে বিশেষ অভিযান চালাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

হাইওয়ে পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ২৮৯টি মামলা ও পৌনে ৭ লাখ টাকা জরিমানা করে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে সারাদেশে বিআরটিএর মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত গতি (ওভার স্পিড), হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন ইত্যাদিসহ অন্যান্য আইন অমান্যের কারণে মোট ২৮৯টি মামলা এবং ৬ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh