নিউইয়র্ক সিটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘বাংলাদেশ হেরিটেজ ডে’

স্বদেশ বিদেশ রিপোর্ট,

  • প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৫, ২:১১ অপরাহ্ণ

নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ হেরিটেজ ডে’। গত ৩ এপ্রিল বৃহস্পতিবার ইস্ট রিভারের পাড়ে অবস্থিত মেয়রের সরকারি আবাসিক ভবন ‘গ্রেসি ম্যানসন’-এ এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে সুসজ্জিত ভবনটিতে সন্ধ্যা পর্যন্ত প্রবাসী শিল্পীদের সংগীত পরিবেশনার মাধ্যমে একখণ্ড বাংলাদেশে পরিণত হয় পরিবেশ।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির ৪ শতাধিক বিশিষ্ট ব্যক্তি মেয়রের আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পী রানু নেওয়াজ ও অনিক রাজ। তাঁদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানে মেয়র এরিক এডামস বাংলাদেশি আমেরিকানদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশি জনগণের অবদান নিউইয়র্ক সিটিকে সমৃদ্ধ করছে। আমি গর্বিত যে, এই কমিউনিটির সঙ্গে আমার আন্তরিক ও গভীর সম্পর্ক রয়েছে।”

এ সময় তিনি প্রবাসী খ্যাতিমান ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এমএম শাহিন এবং কমিউনিটি একটিভিস্ট নুরুল আজিম।

মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বাংলাদেশি মীর বাশারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করেন।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাঁদের মধ্যে ছিলেন—শাহ নেওয়াজ, আতাউর রহমান সেলিম, কনসাল জেনারেল নাজমুল হুদা, মোহাম্মদ আলী, গিয়াস আহমেদ, ময়নুল হক চৌধুরী হেলাল, আকাশ রহমান, খালেদ মহিউদ্দীন, রোকন হাকিম, ফখরুল ইসলাম দেলোয়ার, কাজি আযম, কামরুজ্জামান কামরুল, কামরুল ইসলাম সনি, আব্দুর রশীদ বাবু, বক্সার সেলিম, আহসান হাবিব, নুরে আলম জিকু, জামিল আনসারী, সৈয়দ রাব্বি, আকতার বাবুল, শাহ জে চৌধুরী, শামীম আহমেদ ও নওশাদ হোসেন।

এই নিয়ে তৃতীয়বারের মতো নিউইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবনে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপিত হলো। এই ধরনের উদ্যোগ বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh