বিয়ের পিঁড়িতে বসেছেন শামীম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ

শামীম হাসান সরকারের বিয়ে নিয়ে কম গুঞ্জন ওড়েনি। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। তবে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন তিনি। সে পোস্টের ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। এই ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানেরও দেখা মিলেছে।

স্ত্রীর পরিচয় সম্পর্কে অবশ্য ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি এই অভিনেতা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...