রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৪টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ৩টি ইউনিট। পরবর্তীতে একে একে যোগ হয় আরও ৭ ইউনিট। ৭ ইউনিটের প্রচেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এবং ৫টা ১২ মিনিটের দিকে আগুন নির্বাপন করা হয়।

এ ঘটনায়, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বর্তমানে ৫ জন ঢাকা মেডিকেল ও একজন জাতীয় বার্ন ইনসটিটিউটে ভর্তি আছেন।

ঢামেকে যারা আছেন- সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫) ও তালহা (৪)। এ ছাড়াও ফাতেমা (২০) নামে একজন জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। আর আমিনুদ্দিন ( ৭০) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh