যুক্তরাজ্যের সর্বপ্রথম অনলাইন টিভি এলবি২৪-এর উদোগে ঈদ আড্ডা অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের সর্বপ্রথম অনলাইন টিভি এলবি২৪ টিভির উদোগে ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে শুক্রবার(৪ এপ্রিল) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত একটানা স্টুডিওতে প্রানবন্ত আয়োজন।

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভির ফাউন্ডার ও এলবি২৪ এর হেড অব নিউজ মিছবাহ জামাল ও এলবি২৪ এর ডাইরেক্টর অপারেশন ও এক্সিকিউটিভ এডিটর শাহ রোকসানা হক তারিনের উদোগে ঈদ আড্ডা অনুষ্ঠানটিতে সবাইকে স্বাগত জানান এলবি২৪ টিভির ফাউন্ডার শাহ ইউসুফ।

তারপর একে একে স্টুডিওতে বসে শিল্পী তামান্না ইকবালের সাথে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠেন ” ও মন রমজানের ঔ রোজার শেষে এলো খুশীর ঈদ” ঈদ মোবারক ও এবারের ঈদ কিভাবে কাটালেন তার অনুভুতি ব্যাক্ত করেন সকলে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে মুলত সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাদের মধ্যে সুদুর ইপ্সউইচ থেকে অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও স্পেকট্রাম বাংলা রেডিও ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, ও রেডিওর পেট্রন ও বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকের ট্রেজারার প্রফেসর মিসবাহ কামাল, ইউকে বিএনপির সিনিয়র সহ সভাপতি তৈমুছ আলি, কমিউনিটি নেতা ওয়ারিস আলী, কাজী মুসিব এক্স ভিপি ইউনিভার্সিটি অব লন্ডন গ্রীনউইচ, সহ অনেকে। এলবি২৪ এর মেম্বাররাই ঈদ অনুষ্ঠানে অংশ নেন এছাড়াও উপস্থিত ছিলেন নাহিদা মিছবাহ।

ঈদ শুভেচ্ছা জানান সিনিয়র সাংবাদিক ও লন্ডন বাংলার মানেজিং এডিটর ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাব এডিটর আকবর হোসেন, এলবি২৪ এর মানেজিং এডিটর মিজানুর রহমান, এলবি২৪ এর হোষ্ট এনআরবি ফাইনান্স আজিজুল হক কয়েস, হেড অব প্রোগ্রাম এনাম চৌধুরী, এইচ আর মানেজার জেনি ফিশার, হোষ্ট স্পোর্টস মুহি মিকদাদ, হোষ্ট এন্ড প্রডিউসার কবি হাফসা ইসলাম, হোষ্ট এন্ড প্রডিউসার শেখ রওশন আরা নিপা, এলবি২৪ এর ডাইরেক্টর অব অপারেশন এন্ড এক্সিকিউটিভ এডিটর শাহ রোকসানা হক তারিন, হোষ্ট রাবেয়া জামান জোস্না, হেড অব প্রডাকশন এস এম মাহমুদুল হক হৃদয়, নিউজ প্রেজেন্টার তামান্না ইকবাল, ফটো জার্নালিস্ট এখলাছুর রহমান পাক্কু, নিউজ প্রেজেন্টার ফারিয়া, প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh