সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১:৪১ পূর্বাহ্ণ

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, আটকদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ মঙ্গলবার সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ২১৪ জন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ ‘এফভি কুলসুমা’ নামের একটি মাছ ধরার নৌকা আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌবাহিনী জানতে পারে, তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করে।

নৌকাটি গত ৮ এপ্রিল টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। আটকের পর যাত্রীসহ নৌকাটি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই যাত্রা শুরু করে যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh